Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মৃত্যুর মুখ থেকে মালিককে বাঁচিয়ে আনলো কুকুর
ডাউনলোড

গল্প নয় সত্যি, মৃত্যুর মুখ থেকে মালিককে বাঁচিয়ে আনলো কুকুর

ঘাড় ভেঙে বরফের স্তূপে পড়েছিলেন। শরীর অসাড় হয়ে গিয়েছিল। প্রাণ বাঁচিয়ে আর বাড়ি ফেরা সম্ভব ছিল না। আশপাশে লোকজনও নেই। কে সাহায্য করবে? ঠিক সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় তারই পোষা কুকুর।

এক আধ ঘণ্টা নয়, টানা ২৪ ঘণ্টা! মালিকের শরীরের উপর শুয়ে কাটিয়ে দেয় কুকুরটি। চারদিকে বরফ। তাপমাত্রা স্বাভাবিকভাবেই শূন্য ডিগ্রির চেয়েও কয়েকধাপ নিচে। মালিককে ওই বিপদের মুখে ছেড়ে যায়নি কুকুরটি। নিজের শরীরের উষ্ণতা দিয়ে মালিককে গরম রাখার চেষ্টা চালিয়ে যায়। টানা ২৪ ঘণ্টা!

সিনেমার গল্প নয়। সত্যি ঘটনা। ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি। অ্যামেরিকার মিশিগান প্রদেশের পেটোস্কি শহরে। প্রতিদিনের মতো বাড়ি থেকে জ্বালানির কাঠ জোগাড় করতে বেরিয়েছিলেন পেটোস্কির বাসিন্দা বছর চোষট্টি বছর বয়সি বব। তখন প্রায় রাত সাড়ে দশটা। ভেবেছিলেন সামনে থেকে কয়েকটি কাঠের টুকরো নিয়ে ফিরে আসবেন। রাতে আগুন জ্বালানোর জন্য লাগবে।

 

ছবি/সংযুক্তি

0442937cadaf6928659ac2ea85832b15