একনজরে চরসামাইয়া ইউনিয়ন পরিষদ
**সাধারণ তথ্য **
প্রতিষ্ঠাকালঃ ১০/০৪/১৯৮৬ ইং
অবস্থানঃ ভোলা সদর উপজেলার অত্যান্ত নিকটবর্তী একটি ইউনিয়ন চরসামাইয়া । ভোলা সদর উপজেলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত চরসামাইয়া ইউনিয়টিকে ভোলার উন্নায়নের রোল মহেল হিসাবে বিবেচনা করা হয় ।
সীমানাঃ এর উত্তর দিকে ভোলা পৌরসভা ও বাপ্তা ইউনিয়ন, পূর্বে আলীনগর ইউনিয়ন, পশ্চিমে ভেদুরিয়া ইউনিয়ন ও দক্ষিনে উত্তর দিঘলদী ইউনিয় অবস্থিত।
আয়তনঃ ৯.৬ বঃ কিলোমিটার
জনসংখ্যা মোটঃ ৩৩,০৭৭ জন
পুরুষ- 16,997জন
নারী- 16, 080জন
মোট গ্রামঃ ৬ টি
শিল্প কারখানাঃ শিল্প সমৃদ্ধ চরসামাইয়া ইউনিয়নে রয়েছে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান । এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাজী ফাম, তাসনীম এগ্রো এন্ড রাইস মিল, কোস্ট র্গাড দক্ষিন জোন, অটো বিকস, ভেনচার এনার্জি লিঃ সহ বেশ কিছু স্থাপনা । শিল্প কারখানা চরসামাইয়া ইউনিয়নে নতুন শক্তির সঞ্চার করেছে।
পরিবহন ও যোগাযোগঃ ভোলা সাথে বিভিন্ন জেলার যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে চরসামাইয়া ইউনিয়ন। ভোলার সদর ঘাট বা ভোলা লঞ্চঘাট চরসামাইয়া ইউনিয়নের ১নং অবস্থিত । এই লঞ্চঘাটের মাধ্যমে ঢাকা, বরিশাল, পটুয়াখালী সহ সমস্ত বাংলাদেশের সাথে নৌ-পথে চলাচল করা সম্ভব। ভোলা জেলায় নৌপথে প্রবেশধার হিসাবে এটি প্রথম দাবিদার । এ ছাড়া খেয়াঘাট ব্রীজ, শান্তির হাট ব্রীজের মাধ্যমে বরিশাল ও ভোলা সদরের ভেদুরিয়া, ভেলুমিয়া যাতায়াত করা যায়।
বসবাসঃ এই ইউনিয়নে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোক সহ-অবস্থান রয়েছে। ভোলার বিখ্যাত হিন্দু পরিবারের ভারত পন্ডিত বাড়ি চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামে অবস্থিত।
পেশাঃ এই ইউনিয়নের বেশির ভাগ মানুষ কৃষি কাজ করে। নদীমাতৃক ইউনিয়ন হওয়ায় মৎস কাজের সাথে সম্পৃক্ত প্রায় আট শত পরিবার ।
উৎপাদিত খাদ্যশস্যঃ এখানে ধান, ডাল, গম , আখ সহ বিভিন্ন সবজি চাষ করা হয়। এই ইউনিয়নের মানুষ মাছ চাষে বেশ এগিয়ে প্রায় পুকুরে মিঠ পানির মাছ চাষ করা হয়। এগুলোর মধ্যে পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।
**স্বাস্থ্য সংক্রান্ত**
ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ পঃ কেন্দ্রঃ ০১ টি
কমিউনিটি ক্লিনিকঃ ৩ টি
স্বাস্থসম্মত পায়খানা ব্যবহারের তালিকাঃ ৭২%
মোট মাদ্রাসাঃ ১০টি
মোট মাধ্যমিকবিদ্যালয়ঃ ০২টি
মোট প্রাথমিক বিদ্যালয়ঃ ১০টি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৯টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস