Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

চরসামাইয়া ইউনিয়ন মধ্যে অসংখ্যা খাল রয়েছে । সম্পূর্ন ইউনিয়নের পশ্চিমাংশ জুড়ে তেতুলিয়া শাখা নদী বহমান ।যেটি চরসামাইয়া ইউনিয়নের দক্ষিন হতে উত্তর দিকে লঞ্চঘাট পর্যন্ত বিস্তৃত ।মাছ ধরা এ ইউনিয়নের মানুষের দ্বিতী পেশা । এখানে রয়েছে প্রায় 8 শত জেলে পরিবার । এ নদীতে পাওয়া যায় ইলিশ, শৈল, শিং, গজাল, রুই, মৃগেল, কাতাল, কই, টেংরা, পোয়া, বাটা বোয়াল, চিতল, মাগুর, পাঙ্গাস, আইর, কোড়াল, বাইং, ইত্যাদি হরেক রকম মাছ ।

 

তেতুলিয়া শাখা নদীর দুই ধারে গড়ে উঠেছে একাধিক শিল্প কারখানা । নদী পথে যাতায়াতের সুবিধা থাকায় চরসামাইয়া ইউনিয়ন নতুন রূপে সেজে উঠছে। নদীর দুধারে শিল্প কারখানা নতুন কর্মসংস্থানে ব্যবস্থা করছে বেকার যুবকদের।

 

ক্র/নং

খাল/নদীর নাম

অবস্থা/বিস্তৃতি

দৈঘ্য

প্রস্থ্য

01

তেতুলিয়া শাখা নদী

খেয়াঘাট লঞ্চঘাট হতে গজারিয়া খালের মাথা পর্যন্ত

4 কিঃমিঃ

200 ফুট

02

চেবড়ির খাল

আলীনগর থেকে বাড়ির ব্রীজ থেকে ধোপা বাড়ি পর্যন্ত  

2 কিঃ মিঃ

16-20 ফুট

03

চডার খাল

ধোপা বাড়ী হইতে পশ্চিম দিকে নদী পর্যন্ত

1.5 কিঃ মিঃ

25-30 ফুট

04

গজারিয়া খাল

পিএল বাড়ী থেকে দক্ষিনে মালেগো বাড়ী পর্যন্ত

4 কিঃমিঃ

28-32 ফুট

05

সাচিয়া খাল

পিএল বাড়ির ব্রীজ থেকে উত্তর দিকে আগারপোল পর্যন্ত

2 কিঃ মিঃ

20-25 ফুট

06

মুইলার খাল

ফরিদ মিয়ার ঘের থেকে হাজী বাড়ি পর্যন্ত গজারিয়া খালের মাধা

3 কিঃ মিঃ

25-30 ফুট

07

উজিরের খাল

শান্তির হাট ব্রীজ হইতে পশ্চিম দিকে নতুন হাট পর্যন্ত

2 কিঃ মিঃ

18-22 ফুট

08

মিয়ার চরের খাল

পাটওয়ারী বাড়ী থেকে রাড়ীর হাট পর্যন্ত

3 কিঃ মিঃ

18-25 ফুট