ভোলা সদরের বিভিন্ন ইউনিয়ন ও ভোলা বাহিরের জেলাগুলোর সাথে যোগাযোগের কেন্দ্রবিন্দু হল চরসামাইয়া ইউনিয়ন । ভোলা একটি দ্বীপ জেলা আর চারদিকে নদী বেষ্টিত । তাই ভোলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হল নৌপথ । ভোলা সদর ঘাট বা খেয়াঘাট এর অবস্থান চরসামাইয়া ইউনিয়নের পূর্ব চরকালী গ্রামে। তাই ঢাকা, বরিশাল, পটুয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন জেলা হতে যারা নদী পথে আগমন করবেন তারা লঞ্চ হতে নেমে পা দিলেই চরসামাইয়া ইউনিয়ন ।
ভোলার হাইওয়ে রাস্তাটি চরসামাইয়া ইউনিয়ন বুক ছিড়ে চলে গেছে। তাই যাহারা গাড়ী পথে যোগাযোগ করতে আগ্রহী তাহারা অতি সহজে চরসামাইয়া ইউনিয়নে আসতে পারেন। গাড়ী পথে চরসামাইয়া ইউনিয়নের যে কোন জায়গায় আপনি নামতে পারেবেন। ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের সাথে যোগাযোগ রক্ষার মাধ্যম খেয়াঘাট ও শান্তির হাট ব্রীজ টি ও চরসামাইয়া ইউনিয়নে অবস্থিত । গাড়ী পথে আপনি বাস, মাইক্রোবাস, রিক্সা, অটোরিক্সা, বোরাক, ভ্যান, কাভার ভ্যান সহ বিভিন্ন যানবাহনে আসতে পারবেন।
ভিন্ন জায়গা হতে চরসামাইয়া ইউনিয়নে প্রবেশ করতে যাতায়াত ভাড়া
আপনি চরসামাইয়া ইউনিয়নে প্রবেশ করতে বিভিন্ন গন্তব্যস্থলে নামতে পারেব। যেমন- খেয়াঘাট বাজার, চৌরাস্তা বাজার, বিএমপি বাজার, আগারপোল বাজার, মাদ্রাসা বাজার, সাহেব আলী বাজার, মসজিদ মার্কেট, কাট বাগান, শান্তির হাট বাজার, মোল্লা মার্কেট, রাড়ীর হাট বাজার, নতুন হাট বাজার ইত্যাদি।
উপজেলা সদর থেকে চরসামাইয়া ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-
ঢাকা সদরঘাট থেকে বালিয়া ,এমডি ভোলা শ্রীনগড় লঞ্চ যোগে ভোলা খেয়াঘাট হয়ে চরসামাইয়া ইউনিয়ন পরিষদ পযর্ন্ত
রিক্সা ভাড়া ৮০ টাকা -১০০টাকা ।
ক) উপজেলা ভোলা সদর থেকে চরসামাইয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত - রিক্সা ভাড়া- ৩০-৪০/- (জনপ্রতি)।
খ) ভোলা সদর থেকে শান্তির হাট বাজার পর্যন্ত - রিক্সা ভাড়া ৫৫/- (জনপ্রতি), অটোভাড়া-৪০/- (জনপ্রতি)।
গ) ভোলা সদর থেকে সাহেব আলী বাজার পর্যন্ত - রিক্সা ভাড়া - ৩০/- (জনপ্রতি), অটোযোগে- ১৫/- (জনপ্রতি)
ঘ) ভোলা সদর থেকে হাজীর হাট প্রর্যন্ত রিক্সা বাড়া জন প্রতি ৩০/-।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস